
বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন, নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন ও শামস-ঈ-নোমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের অনলাইন কমিউনিটি ওয়েবসাইট https://bsl.community/ থেকে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন কমিশন বরাবর জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়।
বুধবার (৩০ নভেম্বর) থেকে শনিবার (৩ ডিসেম্বর) প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু কেন্দ্রিয় কার্যালয়ে নির্বাচন কমিশন বরাবরে ফরম জমা দেয়া যাবে।
উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিবার্তা/সোহেল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]