
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জানা গেছে, মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও শবনম জাহান শিলা ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এছাড়া মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন সাহেদা খানম দিপ্তী ও সাধারণ সম্পাদক হাসিনা বারী চৌধুরী।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে সাবেরা বেগম সপদে বহাল রয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার।
তিন বছর মেয়াদি কমিটি কাটিয়েছে পাঁচ বছর। এবারও সভাপতি পদে বহাল থাকার চেষ্টায় ছিলেন সাফিয়া খাতুন। আর সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগমও সভাপতি পদে আসার চেষ্টা চালিয়েছেন অনেকটা জোড়েসোরে। এই দুইজন ছাড়াও ডজনখানেক নেত্রী সভাপতি পদের প্রার্থী ছিলেন।
সাধারণ সম্পাদক পদের প্রার্থী ছিলেন অন্তত ২০ জন। তবে সব প্রত্যাশার অবসান ঘটিয়ে মহিলা আওয়ামী লীগের দুই শীর্ষ পদে আসলেন চুমকি ও শিলা।
এর আগে বিকেল ২ টা ৫০ মিনিটে পায়রা ও বেলুন উড়িয়ে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সর্বশেষ ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
বিবার্তা/সোহেল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]