
আবারো করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিবার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টায় করোনা সংক্রমণ পরীক্ষা করালে বিএনপি মহাসচিব রিপোর্ট পজিটিভ আসে। উনি বর্তমানে ডা. রায়হান রাব্বানী সাহেবের তত্ত্বাবধায়নে আছেন।
শায়রুল জানান, দল ও পরিবারের পক্ষ থেকে মির্জা ফখরুলের জন্য দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।
এর আগে, চলতি বছর ১১ জানুয়ারি মির্জা ফখরুল করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিবার্তা/কিরণ/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]