
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঝিনাইদহ জেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, এম এ কবীরকে আহবায়ক, সাজেদুর রহমান সাজুকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং কামরুজ্জামান লিটনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ঝিনাইদহ জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন, ঝিনাইদহ জেলা জাসাসের নতুন কমিটি অনুমোদন করেছেন।
ঝিনাইদহ জেলায় সাংগঠনিক টিম সরেজমিনে কর্মী সভা করে এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ- আলোচনার মাধ্যমে কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাবনা উপস্থাপন করলে ঘোষিত এই আহবায়ক কমিটি অনুমোদন করা হয় বলেও বিবৃতিতে জানানো হয়।
বিবার্তা/কিরণ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]