
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী আর নেই। শুক্রবার (২৭ মে) দুপুর ১টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গৌতম চক্রবর্তী এর আগে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরদেহ দেখতে হাসপাতালে যাচ্ছেন।
উল্লেখ্য, গৌতম চক্রবর্তী ১৯৯৬ ও ২০০১ সালে টাঙ্গাইল-৬ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]