
জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে প্রথম বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ মে) বিকেল সোয়া ৫টায় রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই বৈঠক শুরু হয়।
গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার অংশ হিসেবে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপির পক্ষে প্রতিনিধি দলে মির্জা ফখরুলের সঙ্গে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন উপস্থিত আছেন।
নাগিরক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার সঙ্গে উপদেষ্টা এস এম আকরাম, প্রেসিডিয়াম সদস্য মোফাখরুল ইসলাম নবাব, জিন্নুরর চৌধুরী দীপু, যুগ্ম সম্পাদক ডা. জাহিদ উল রহমান, সদস্য কবির হাসান প্রমুখ উপস্থিত আছেন।
বিবার্তা/কিরণ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]