
বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানোর পায়তারা বন্ধ এবং নিত্যপণের বাজার নিয়ন্ত্রণের দাবিতে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিও'র সামনে জাসদ চত্বরে সমাবেশ শেষে জাসদের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, তোপখানা, প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে।
জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক মীর হোসাইন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মো: নুরুন্নবী, কোষাধ্যক্ষ মনির হোসেন, সহ-সম্পাদক মফিজুর রহমান বাবুল, মহানগর দক্ষিনের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী, শ্রমিক জোটের সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সুমন, ছাত্রলীগ সভাপতি রাশিদুন্নবী ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, ভ্রাম্যমান হকার্স পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
সমাবেশে জাসদ নেতারা বলেন, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম সামান্যতম বাড়ানো হলেও জনগণের জীবনযাপন ব্যয় অনেক বেড়ে যাবে। তারা কুইক রেন্টালসহ বিদ্যুৎ খাতের শ্বেতহস্তী পোষা অবিলম্বে বন্ধ করার দাবি জানান।
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে জাসদ নেতারা আরো বলেন, মন্ত্রীদের লাগামহীন কথাবার্তা বাজার সিন্ডিকেটিকে উৎসাহিত করে। তারা, কঠোরহস্তে সিন্ডিকেট দমন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
বৃহস্পতিবার দেশব্যাপী মানববন্ধন:
বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানোর পায়তারা বন্ধ এবং নিত্যপণের বাজার নিয়ন্ত্রণের দাবিতে বৃহস্পতিবার (২৬ মে) দেশব্যাপি সকল জেলা-উপজেলায় মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার ২৬ মের কর্মসূচি সফল করার জন্য দলের সকল জেলা ও উপজেলা কমিটির প্রতি আহবান জানিয়েছেন।
বিবার্তা/সোহেল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]