
সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছে গণফোরামের একাংশ।
রবিবার (২২ মে) গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে দলটি।
সরকারকে উদ্দেশ্যে করে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বিবৃতিতে বলেন, সিলেট অঞ্চলের জনগণ সীমাহীন কষ্টে দিন অতিবাহিত করছে। বন্যা পরিস্থিতির অবনতি ও সরকারের গাফিলতি বড়ই দুশ্চিন্তার কারণ। অবিলম্বে সিলেট অঞ্চলে বন্যা কবলিত প্রতিটি মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও জান-মালের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করুন।
পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত সেনাবাহিনী মোতায়েনেরও জোর দাবি জানান মোস্তফা মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী।
বিবার্তা/কিরণ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]