শিরোনাম
শ্রমিকরা অর্থনীতির আয়না: শাজাহান খান
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫
শ্রমিকরা অর্থনীতির আয়না: শাজাহান খান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, শ্রমিকরা হলো বাংলাদেশের অর্থনীতির আয়না এবং চালিকা শক্তি। তাদের সামনে যা করবেন, তা-ই প্রতিবিম্ব হবে বারবার। মুজিব শতবর্ষ এবং বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল-এর প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।


ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত আয়োজনে উদ্বোধনী বক্তব্যে শাজাহান খান আরো বলেন, শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি শেখ হাসিনার সরকার কাজ করেছে। জাতির পিতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবলমাত্র শ্রমিকদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা, বেতন-ভাতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল-এর সভাপতি জেড এম কামরুল আনামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, ড. ওয়াজেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট-এর সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ, থ্রি এফ-এর কো-অর্ডিনেটর ব্রাদার তোবাইস ও কে আলম বেলাল।


সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ও ‘শ্রমিকের ডাক’-এর মোড়ক উন্মোচন-এর পরে বর্ণাঢ্য একটি র‌্যালী নিয়ে নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


বিবার্তা/এসএফ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com