শিরোনাম
হাতির পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ১১:৩১
হাতির পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাতির পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক চেয়ারম্যানপ্রার্থী। রবিবার (১৭ অক্টোবর) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে হাতির পিঠে চড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান তিনি। এসময় কর্মী-সমর্থকরা মোটরসাইকেল নিয়ে তার সামনে ছিলেন।


ওই চেয়ারম্যান প্রার্থীর নাম শাহীন আহমদ। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ণপত্র জমা দেন তিনি। শাহীন আহমদ সাগরনাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।


উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানা যায়, জুড়ী উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহীন আহমদসহ মোট ২২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১১ নভেম্বর এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়নপত্র জমা দিতে রবিবার বিকেল ৩টার দিকে নিজেদের পোষা হাতির পিঠে চড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি নেতা শাহীন আহমদ। এসময় তার সঙ্গে কর্মী সমর্থকরাও ছিলেন। এই দৃশ্য দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান উৎসুক জনতা। এসময় শাহীন হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।


শাহীন আহমদ জানান, দলীয় ভাবে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় নেতা-কর্মীদের চাপে তাকে নির্বাচনে অংশ নিতে হচ্ছে। অন্যরকম কিছু দেখানোর উদ্দেশ্যেই হাতির পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দেয়ার পরিকল্পনা করেন তিনি।


উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, জুড়ী উপজেলার পাঁচ ইউনিয়নে ২২ জন চেয়ারম্যানপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com