শিরোনাম
দেবিদ্বারে করোনা আক্রান্ত নারীর দায়িত্ব নিলো ‘হ্যালো ছাত্রলীগ’
প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ০৮:৩১
দেবিদ্বারে করোনা আক্রান্ত নারীর দায়িত্ব নিলো ‘হ্যালো ছাত্রলীগ’
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার দেবিদ্বারে করোনা আক্রান্ত মাধবী আচার্যের (৫৫) চিকিৎসার দায়িত্ব নিয়েছে হ্যালো ছাত্রলীগ। তিনি পৌর এলাকার ফতেহাবাদের বাসিন্দা সন্তষ আচার্যের স্ত্রী।মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে হ্যালো ছাত্রলীগের কর্ণধার কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই নারীর খোঁজ খবর নেন। এসময় তিনি চিকিৎসার সব খরচ বহন করেন।


মাধবী আচার্যের ছেলে পিন্টু জানায়, হ্যালো ছাত্রলীগের নেতারা এসে আমার মায়ের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসকের সাথে কথা বলে জরুরি ওষুধপত্র কিনে দেন।


জানা গেছে মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে করোনা উপসর্গ নিয়ে দেবিদ্বার সরকারি হাসপাতালে ভর্তি হন মাধবী আচার্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ডা. চিন্ময় সাহার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।


আবু কাউছার অনিক বলেন, হ্যালো ছাত্রলীগ মানবিক কাজ করে যাচ্ছে। ওই নারীর করোনা শনাক্ত হলে চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিলো না। এ খবরে আমরা তাৎক্ষণিক ছুটে যাই হাসপাতালে। তার চিকিৎসার সকল ব্যয়ভার গ্রহণ করে হ্যালো ছাত্রলীগ।


এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার এসএ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শিহাব রায়হান, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির আহমেদ পলাশ, সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, ছাত্রলীগ নেতা প্রণব দাস, রাতুল রহমান, আশিক রহমান, আমির হোসেন, আহমেদ শুভসহ আরো অনেকে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com