শিরোনাম
পত্রিকায় নারী নির্যাতনের খবর ছাড়া কিছু নেই: রিজভী
প্রকাশ : ০৮ মার্চ ২০২১, ১৩:৩৮
পত্রিকায় নারী নির্যাতনের খবর ছাড়া কিছু নেই: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

খবরের কাগজের পাতা খুলে শুধু নারী নির্যাতনের খবর ছাড়া আপনারা কিছুই দেখবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের র‌্যালির পূর্বে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, আইয়ুব খান উন্নয়নের দশক করেছিল, স্বৈরাচারী শাসকের উন্নয়নের দশক। আর শেখ হাসিনার উন্নয়নের একযুগ আমরা দেখলাম। সেই উন্নয়ন হচ্ছে নারী নির্যাতনের উন্নয়ন। খবরের কাগজের পাতা খুলে শুধু নারী নির্যাতনের খবর ছাড়া আপনারা কিছুই দেখবেন না।


তিনি বলেন, বর্তমান যে সময় সে সময় আমরা সরকারের লোকজনের কাছ থেকে অনেক কথা শুনি। উন্নয়নের চাকচিক্যের কথা শুনি, কিন্তু উন্নয়নের চাকচিক্যের আড়ালে কত নারীর বোবা কণ্ঠ, কখন নারী-শিশুর গোঙ্গানির শব্দ এই আমলে হয়েছে তার হিসেব নেই। তিনি বলেন, কার কথা বলব! মিতুর কথা বলবো না তনুর কথা বলব না খাদিজার কথা বলব!।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমার কাছে বিস্ময়কর হয়ে উঠেছে সংবাদপত্রের পাতায় খবরটি এসেছে মাননীয় প্রধান বিচারপতি ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলার শুনানিতে তিনি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া ঠিক নয়। আবার বলেছেন, অন্যান্য দেশেও ব্যঙ্গচিত্র হয় কিন্তু বাংলাদেশের ব্যঙ্গচিত্র অন্যরকম। এতে দেশের ইমেজ ক্ষুণ্ণ হয়। কিন্তু আমি একটি প্রশ্ন রাখতে চাই, মাননীয় প্রধান বিচারপতি যখন কোনো নাগরিকের কথা বলা, মুক্তকণ্ঠে আওয়াজ তোলা, কোন নাগরিকের চিত্রাঙ্কন সে যদি করে ব্যাঙ্গ চিত্র করে তাকে যদি সরকারি হেফাজতে খুন করা হয় তাহলে সেটাতে কি দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাই কিনা? এটাতো জনগণ জানতে চাইতেই পারে। আপনি প্রধান বিচারপতি, আপনি যে অভিমতগুলো দিয়েছেন এটা অবশ্যই শিরোধার্য। কিন্তু এই যে বলেছেন, ব্যঙ্গচিত্র করলে দেশের ইমেজ ক্ষুণ্ণ হয়। তাহলে কার্টুন আঁকার জন্য সরকারি হেফাজতে, পুলিশ হেফাজতে যদি তাদেরকে হত্যা করা হয় তাতে কি দেশের ইমেজ বাড়ে?


পুলিশের আইজি বেনজির আহমেদের বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, পুলিশের হাতে যে অস্ত্র দেয়া হয় সেটা কি লাঠি? সেটা প্রয়োজনে ব্যবহার করবে। পুলিশের আইজি সাহেব যখন র‌্যাব এর ডিজি ছিলেন তখনো আন্দোলনের সময় বলেছেন আপনারা কি গুলি পকেটে রাখবেন? গুলি কি আপনাদের পকেটে রাখার জন্য দেয়া হয়েছে? দেশের বিরোধী কন্ঠগুলো প্রত্যেকে কি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি? আপনি পুলিশের প্রধান হয়ে কি করে এই কথা বলতে পারেন?


রিজভী বলেন, আজকে আমরা যেটা দেখি সেটা হলো বাকশালের নমুনা। বাংলাদেশ নাকি উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। পুলিশ উৎসব করবে। এগুলো বাকশালের নমুনা। পুলিশ উৎসব করবে কেনো? পুলিশতো একটি রাষ্ট্রের নিরেপেক্ষ প্রতিষ্ঠান। আপনি কি বানাতে চাচ্ছেন? আমরা কয়েকদিন পর দেখবো যশোরের এসপি তিনি এসপি আবার আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক। ফেনীর এসপি তিনি এসপি আবার আওয়ামীলীগ এর সমাজকল্যাণ সম্পাদক। অথাৎ রাষ্ট্র, দল, প্রশাসন সব একাকার। স্বৈরাচারী যে সমস্ত দেশ সেসব দেশে এগুলো দেখা যায়। আজকে আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তনু, মিতু, রাফি এদের আর্তনাদ ভেসে আসছে। তাই জাতি হিসেবে আপনাদের আরো সোচ্চার হয়ে রাস্তায় নামতে হবে। কারো কোন নিরাপত্তা নাই, আপনার সন্তানেরও নিরাপত্তা নেই। সন্তানের নিরাপত্তার জন্য এ সরকারের পতন ছাড়া কোন বিকল্প নেই।


বিবার্তা/বিপ্লব/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com