শিরোনাম
প্রেসক্লাবের সমাবেশে আসার পথে দক্ষিণ যুবদলের সভাপতি মজনু আটক
প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ১৩:০৬
প্রেসক্লাবের সমাবেশে আসার পথে দক্ষিণ যুবদলের সভাপতি মজনু আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু এবং নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে যোগ দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু।


বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে পৌনে ১২টার দিকে মৎস্য ভবন এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব এ তথ্য নিশ্চিত করেছেন।


আজ সকাল ১০টায় এ প্রতিবাদ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকেই প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে দলে দলে ছোট ছোট মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় থেকে যুবদল নেতারা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। এক পর্যায়ে নেতাকর্মীদের ঢল নামে প্রেসক্লাব চত্বরে।


এদিকে যুবদলের প্রতিবাদ সমাবেশ ঘিরে প্রেসক্লাব ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


অন্যান্য দিনে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে দেখা গেলেও আজকে কিছুটা নমনীয় অবস্থানে দেখা যাচ্ছে। অন্যদিকে যুবদলের নেতার্মীরাও শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবের সামনে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।


ইতোমধ্যে প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু প্রমুখ উপস্থিত হয়েছেন।


বিবার্তা/বিপ্লব/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com