শিরোনাম
আবুল মকসুদের মৃত্যুতে হানিফের শোক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫০
আবুল মকসুদের মৃত্যুতে হানিফের শোক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।


মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় হানিফ বলেন, সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে নানা বই ও প্রবন্ধ লিখেছেন। বিখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন। পাশাপাশি কাব্যচর্চাও করেছেন। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।


সময়কে ধারণ করতেন আবুল মকসুদ। তার লেখায় সমসাময়িক সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিকগুলোর সঠিক চিত্র পাওয়া যায়। তার এই প্রয়াণ জাতির জন্য অপূরণীয় ক্ষতি।শোকবার্তায় হানিফ আবুল মকসুদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দ আবুল মকসুদ রাজধানীর স্কোয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com