শিরোনাম
বিরোধীদলের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ: রিজভী
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:০৪
বিরোধীদলের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ: রিজভী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে বিরোধীদলের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত। আমরা যারা বিরোধীদলের রাজনীতি করি রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ।


শনিবার (২৩ জানুয়ারি) সকালে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের সালনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


এ সময় রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৩০ থেকে ৪০টি আবার কারো ১০০ থেকে দেড়শটি মামলা রয়েছে। কেউ কেউ কারাগারে আছেন। অনেকে দুই-একদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।


তিনি বলেন, আমরা যারা শহীদ জিয়ার আদর্শের কথা বলি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করছি, আমাদের দিন-রাত কাটছে এক রকম ভয়াবহতার মধ্যে। তবুও বিএনপি নেতাকর্মীরা জনগণের দুঃখ-কষ্টে তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com