শিরোনাম
নৌকার মনোনয়ন প্রত্যাশী ঝরা চষে বেড়াচ্ছেন মাঠ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ২০:০৩
নৌকার মনোনয়ন প্রত্যাশী ঝরা চষে বেড়াচ্ছেন মাঠ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী নাসরিন সুলতানা ঝরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। জনতার দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী গণসংযোগ করছেন তিনি।


শনিবার (৯ জানুয়ারি) পৌরসভার ১ নং ওয়ার্ডের ফতেহকান্দি ও বাড়ী গন্ধব গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন তিনি। এসময় গ্রামের মানুষের দোয়া ও সমর্থন কামনায় লিফলেট বিতরণও করেছেন তিনি।



এ বিষয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশী নাসরিন সুলতানা ঝরা বিবার্তাকে বলেন, এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে গণসংযোগ করছেন তিনি। নৌকা প্রতীকে মনোনীত হবার প্রত্যাশা নিয়ে প্রতিটি মানুষের কাছে দোয়া চাচ্ছি। আর যে নৌকা প্রতীক পাক, তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।


তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।


গণসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ,সহ সভাপতি অপু সারোয়ার, পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভা যুবলীগের সদস্য হারুন জয়, পৌরসভা যুবলীগ নেতা ইকবাল, বাগমুছার রুহুল আমিন, পৌরসভা যুবলীগ নেতা গাজী তোফায়েল, পাপন, রিফাত, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি—মো. উজ্জ্বল, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জসীম, ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর, ৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রউফ, ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামল।



পৌরসভা স্বেচ্ছাসেবকলীগ সহ সভাপতি মজিবুর রহমান, যুবলীগ নেতা সুমন, খোরশেদ, সানোয়ার,ফয়সাল, শাহাদাত, জুবায়ের, আল আমিন, পাভেল, তপন, শাহ্ আলী। মহিলা নেত্রী বিনু আক্তার, শারমীন সুলতানা, সাফিয়া নুর শান্তা, তাহমিদা, নওশীন, তামীমি, রুনী।


আওয়ামীলীগ নেতা বাচ্চু, দীলিপ, তাহের আলী, শফিউদ্দিন, আলম ভূইয়া, শামীম ভূঁইয়া,মনির, শাজাহান, শাহাজালাল ছাত্রলীগ নেতা আলমগীর, হাসান, বাবু, রুপক, রমজান, এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের কয়েকশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



উল্লেখ্য, নাসরিন সুলতানা ঝরার বাবা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন পেশায় একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আমিনপুর ইউনিয়ন পরিষদ পরে সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।



এদিকে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী ঝারার রাজনীতির হাতেখড়ি হয় ১৯৯৩-৯৬ সালে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে।


১৯৯৭ সালে বদরুন্নেসা কলেজ ছাত্রলীগের আহ্ববায়ক কমিটির সদস্য, ৯৭-৯৯ সালে ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক, ৯৯-২০০১ সাংগঠনিক সম্পাদক, ২০০২-২০১২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।



২০০৬-২০১২ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক ও বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-মহিলা বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বও পালন করেছেন তিনি।


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com