
ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি শুক্রবার এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল বাসে আগুন দেয়ার ঘটনা রাজনৈতিক শক্তি দ্বারা পরিচালিত সংঘবদ্ধ, সুপরিকল্পিত নশকতার ঘটনা। তারা, ২০১৫ সালের মতই বাসে আগুন দেয়ার ঘটনা, আগুন সন্ত্রাস-আগুন যুদ্ধের জঘন্য রাজনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
তারা, বাসে আগুন দিয়ে নাশকতার সাথে যুক্ত অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
কর্মসূচি
বাসে আগুন দিয়ে নাশকতার প্রতিবাদে শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে জাসদের মানববন্ধন।
বিবার্তা/বিজ্ঞপ্তি/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]