শিরোনাম
“গণতন্ত্রের বিজয় দিবস”উদযাপন করেছে ছাত্রলীগ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:৪২
“গণতন্ত্রের বিজয় দিবস”উদযাপন করেছে ছাত্রলীগ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‌্যালির মাধ্যমে “গণতন্ত্রের বিজয় দিবস”পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।


বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের আনন্দ মিছিল শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর সাথে সাথে স্লোগানে স্লোগানে মুখরিত হয় মধুর ক্যান্টিন থেকে শহীদ মিনারের রাজপথ। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।



এছাড়া আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হুসাইন সাদ্দাম, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দসহ প্রমুখ।


উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে ব্যালটের মাধ্যমে আওয়ামীলীগের পক্ষে নৌকা প্রতীকে গণরায় প্রদান করে। পরে এদিনটিকে “গণতন্ত্রের বিজয় দিবস”ঘোষণা করা হয়েছে।


বিবার্তা/রাসেল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com