শিরোনাম
‘জাপা'র কাছে নির্বাচন হচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি’
প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ১৬:২৫
‘জাপা'র কাছে নির্বাচন হচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি প্রতিটি নির্বাচনে অংশ গ্রহণ করবে। কারণ, নির্বাচন হচ্ছে জাতীয় পার্টির কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। নির্বাচনের মাধ্যমে তৃণমূল মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব।


তিনি বলেন, নির্বাচন নিয়ে মানুষের মাঝে অনাস্থা আছে। একদিকে নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তা বিশ্বাস করতে চায়না। তাই, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।


মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে কক্সবাজার জেলা পেশাজীবী সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।


এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, ৯১ সালের পরবর্তী সরকারগুলোর শাসনামলে খুন, ধর্ষণ, চাঁদাবাজী ও টেন্ডারবাজীতে সাধারণ মানুষ বিরুক্ত। কিন্তু জাতীয় পার্টির শাসনামলে আইনের শাসন ছিলো, সুশাসন ছিলো সমাজের সর্বত্র। তাই সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি অত্যান্ত গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি। নির্বাচনকে সামনে রেখে দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।


জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আসিফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও বক্তব্য রাখেন।


এছাড়াও বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক আহাদ চৌধুরী শাহীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও পেশাজীবী সমাজ আহবায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম দফতর মাহমুদ আলম, জাতীয় ছাত্র সমাজের প্রচার সম্পাদক আতাউল্লাহ আরিফ, পেশাজীবী নেতা শাহাদৎ হোসেন, ডা. জাফর, ডা. ফাহিম, ডা. আফজাল, প্রিয়াংকা মুকুল।


কক্সবাজার জেলা পেশাজীবী সমাজের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মো. আবু তৈয়ব, ডা. কাফিল উদ্দিন, মাওলানা আহসান হাবীব পারভেজ, শফিকুল ইসলাম, মিজানুর রহমান , আবুল কালাম, জসীম উদ্দিন, ওসমান গণি, নুরুল আমিন, অধ্যাপক ডা. এনামুল হক, শাহরিয়ার আলম, হানিফ, রুহুল কাদের মানিক, আব্দুল করিম, হেদায়তুর রহমান, আব্দুল মোনাফ, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com