শিরোনাম
‘মানুষের আস্থা অর্জন করে আ’লীগ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে’
প্রকাশ : ২৩ জুন ২০২০, ১৫:১৩
‘মানুষের আস্থা অর্জন করে আ’লীগ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে গত সাত দশকে এদেশের মানুষের আস্থা অর্জন করে আওয়ামী লীগ লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


আজ মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।


ওবায়দুল কাদের বলে, ‘আমাদের চলমান দুর্বার অগ্রযাত্রায় কিছুটা ছন্দপতন ঘটিয়েছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। শেখ হাসিনার মানবিক ও দক্ষ নেতৃত্বে আমরা স্রষ্টার অপার রহমতে এ সংকট পাড়ি দিতে সক্ষম হব ইনশাল্লাহ। প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো সংকটে মানুষের পাশে দাড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। সাত দশক ধরে এ দল সংকটে মানুষের পাশে থেকে এ আস্থা অর্জন করেছে।’


এদেশের মাটি ও মানুষের ভালোবাসা আওয়ামী লীগের প্রাণশক্তি জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘সাত দশকের প্রতিটি অর্জনের সঙ্গে ছিল আওয়ামী লীগ। দেশের প্রাচীন এ রাজনৈতিক দল মানুষের আস্থার ঠিকানা, প্রত্যাশার বাতিঘরে রূপ নিয়েছে। অর্জন করেছে মানুষের ভালোবাসা। শেখ হাসিনার নেতৃত্বে বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বগ্রহণ তারই নজির।’


আওয়ামী লীগের হাত ধরেই এদেশের প্রতিটি গৌরবময় অর্জনের কথা উল্লেখ করে কাদের বলেন, ‘এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে যে অবিরাম পথচলা, তা আজও চলছে। জাতির সবচেয়ে কাঙ্ক্ষিত ও প্রাণের অর্জন স্বাধীনতা, যা আওয়ামী লীগের নেতৃতেই অর্জিত হয়েছে।’


‘৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮’র মার্শাল বিরোধী আন্দোলন, ৬২-৬৪’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৮’ আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯’র অভ্যূত্থান, ৭০’র নির্বাচন, ৭১’এ মার্চব্যাপী বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের পথ বেয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা-বাঙালি জাতি ও আওয়ামী লীগের সর্বশ্রেষ্ঠ অর্জন,’ যোগ করেন কাদের।


ওবায়দুল কাদের আরো বলেন, ‘যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের মধ্য দিয়ে জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ যখন স্বল্প সময়ে ব্যবধানে ঈর্ষনীয় সাফল্য অর্জন করছে, তখনই ১৫ আগস্টের ঘটনা ঘটিয়ে দেশকে উল্টোপথে যাত্রা করায়। নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ। আওয়ামী লীগ পতিত হয় এক বৈরি ও প্রতিকূল অবস্থায়। তখনই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফিরে এসে প্রতিকূল স্রোতে দল ও দেশকে এগিয়ে নিয়ে যান। তাঁর নেতৃত্বে এখন চলছে সমৃদ্ধ আগামী নির্বাচনের সংগ্রাম।’


বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন জানিয়ে কাদের বলেন, ‘শেখ হাসিনা নিছক কোনো প্রধানমন্ত্রী নন। তার টার্গেট পরবর্তী নির্বাচন নয়, তার ভাবনায় পরবর্তী প্রজন্ম। তাইতো তিনি গ্রহণ করেছেন ডেল্টা প্ল্যান।’


আওয়ামী লীগ আদর্শ নির্ভর দল মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ মাতৃকার সংকটগুলো সঠিকভাবে চিহ্নিত করে সঠিক করণীয় নির্ধারিত করতে পেরেছে বলেই অভিষ্ট লক্ষ্য অর্জনে বেশিরভাগ সময়ে সাফল্য পেয়েছে। নির্যাতন আর কঠোর আন্দোলন সংগ্রামের পথ বেয়ে আওয়ামী লীগ আজকের অবস্থানে।’


সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের অর্জন যেমন আছে, তেমনি আরো পথ পাড়ি দেয়া বাকি আছে। বঙ্গবন্ধুর স্বপ্ন আর তাঁর সুযোগ্য কন্যার ভিশন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এ দলের সব স্তরের নেতাকর্মীরা প্রস্তুত। মানুষের মুখে হাসি ফোটানোর যে দর্শন, তা আমরা বুকে ধারণ করেই এগিয়ে যাব।’


অতীতের যেকোনো সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এখন অধিকতর সংগঠিত ও শক্তিশালী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা নিবেদিত প্রাণ, সজাগ এবং দলের ইশতেহার বাস্তবায়নে দলের সুশৃঙ্খল কর্মীরা প্রতিশ্রুতিশীল, ঐক্যবদ্ধ।


তিনি বলেন, জাতির পিতার জন্মশতবর্ষে এবং স্বাধীনতার ৫০ বছরে বিশ্ব দরবারে পরিচিত হতে চাই সাহসী ও সমৃদ্ধ জাতি হিসেবে। পূর্ব পুরুষের রক্তের ঋণ আমরা কেবল শোধ করতে পারি সম্মিলিত সৃজনশীল কাজের মধ্য দিয়ে।’


মাতৃভূমিকে আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তোলারও অঙ্গীকার করে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষের মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই হবে আমাদের অঙ্গীকার।’


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের জনগণ, নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান কাদের। প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সব সদস্য, শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন ওবায়দুল কাদের।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com