শিরোনাম
করোনার চাইতেও দুর্নীতিবাজরা শক্তিশালী: রিজভী
প্রকাশ : ২০ জুন ২০২০, ১৩:৪৩
করোনার চাইতেও দুর্নীতিবাজরা শক্তিশালী: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতির বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি শুধু মুখেই। তাই করোনার চাইতেও শক্তিশালী দুর্নীতিবাজরা।


শনিবার (২০ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, বিভিন্ন সেক্টরের লুটের খবর শীর্ষ ব্যক্তিরা জানলেও এখনো পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি।


তিনি বলেন, সরকারের অবৈধভাবে ক্ষমতা ধরে রাখার মূল চেতনাই হচ্ছে বহুমাত্রিক দুর্নীতি ও লুটপাট।


‘এতে প্রমাণ হয় করোনার চেয়ে দুর্নীতি এখন পরাক্রমশালী। দুর্নীতিবাজরা নিজদেরকে রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী মনে করছে’ যোগ করেন বিএনপি মুখপাত্র।


তিনি আরো বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ডিজি যে বক্তব্য রেখেছেন তা সঠিক নয়। একজন চিকিৎসক হিসেবে তার দায়িত্ব মানুষকে সাহস জোগানো। কিন্তু তিনি নিজেই বিভ্রান্তি ছড়াচ্ছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com