শিরোনাম
সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে: ড. কামাল
প্রকাশ : ২৯ মে ২০২০, ১৭:১১
সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে: ড. কামাল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির মধ্যেই সাধারণ ছুটি প্রত্যাহার করে সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার (২৯ মে) গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


ড. কামাল বলেন, সরকারি এই সিদ্ধান্তে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরো বাড়বে। এটা মোটেও সঠিক সিদ্ধান্ত হয়নি।শুরুতে তো দেশে করোনাভাইরাসকে কোনো গুরুত্বই দেয়া হয়নি। তখন বলা হয়েছে না না এটা কিছু না। তারপর লকডাউন দেয়া হল। সেটাও ঠিকমত পালিত হয়নি।


প্রবীণ এই আইনজীবী বলেন, সারাদেশে করোনা পরীক্ষাও সেভাবে হচ্ছে না। করোনা নির্ণয়ের পরীক্ষা যদি আরো করা যেত, তাহলে আক্রান্তের হার আরো বেড়ে যেত।


প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৮২ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৫২৩ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com