শিরোনাম
ঢাকাকে ধ্বংসাত্মক রাজনীতি থেকে মুক্ত করবো: মিলন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২০, ১৬:৪০
ঢাকাকে ধ্বংসাত্মক রাজনীতি থেকে মুক্ত করবো: মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমি জয়যুক্ত হতে পারলে রাজধানী ঢাকাকে সকল সময়ের জন্য হরতাল-অবরোধের মত ধ্বংসাত্মক রাজনীতি থেকে মুক্ত রাখার জন্য জনমত গঠন করে আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করবো।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে কাকরাইল থেকে শুরু করে বিজয়নগর, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর, গোপীবাগ, টিকাটুলি, আরকে মিশন রোড, ধলপুর এরশাদ পল্লী, সায়দাবাদ, উত্তর যাত্রাবাড়ী, ভাঙ্গাপ্রেস, মৃধা বাড়ী, বাশেরপুল, স্টাফকোয়াটার, সারুলিয়া, শনিরআখড়া, রায়েরবাগ ও সাইনবোর্ড এলাকায় দিনব্যাপী লাঙ্গলের পক্ষে গণসংযোগকালে বেশকয়েকটি পথসভায় ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ঢাকাবাসীর জন্য নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করবো। যানজট নিরসনে সরু রাস্তা প্রশস্ত করবো।


মিলন ভোটারদের উদ্দেশ্যে বলেন, লাঙ্গলে ভোট দিলে আপনাদের ভোট বিফলে যাবেনা। আমি সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।


দিনব্যাপী এ প্রচারণায় মিলনের সাথে জাতীয় পার্টির কোনো কেন্দ্রীয় নেতাকে দেখা যায়নি। এসময় মেয়র প্রার্থীর দুই ছেলে রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন শিফান ছাড়াও স্থানীয় জাপা নেতা হাজী মীর মাকসুদ, কামাল হোসেন, শাহাদাত হোসেন মকবুল, রাহাদ ইসলাম, শাকিল আহমেদ, তানভীর কলিমুল্লাহ টিটুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী হাজী মিলনের সাথে প্রচারণায় অংশ নেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com