শিরোনাম
বিএনপি নিরপেক্ষ নির্বাচন চায় না: আইনমন্ত্রী
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৬:১৪
বিএনপি নিরপেক্ষ নির্বাচন চায় না: আইনমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিএনপি স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (২৪ জানুয়ারি) আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


আনিছুল হক বলেন, দেশের জনগণ যাতে সহজে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্যই ইভিএম ব্যবহার করা হচ্ছে। কিন্তু বিএনপি প্রথম থেকেই ইভিএম বিরোধী বক্তব্য দিয়ে আসছে। এ থেকে বোঝা গেল বিএনপি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চায় না।


আইনমন্ত্রী বলেন, বিএনপি যে ভোট কারচুপির রাজত্ব কায়েম করেছিল সেটা থেকে বেরিয়ে আসতেই কিন্তু এই অত্যাধুনিক ইলেকট্রনিক ভোটিং (ইভিএম) মেশিন আনা হয়েছে। এখন বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই প্রযুক্তি গ্রহণ করেছে। এটা জনগনের ভোটাধিকার সহজভাবে প্রয়োগ করার সুযোগ। অথচ এই প্রযুক্তির বিরোধিতা করছে বিএনপি।


সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়া শেষে আইনমন্ত্রী কসবা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com