শিরোনাম
যুবলীগ নেতা খালেদকে ধরতে বাড়ি ও ক্লাবে র‌্যাবের অভিযান
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:১৩
যুবলীগ নেতা খালেদকে ধরতে বাড়ি ও ক্লাবে র‌্যাবের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে ধরতে তার গুলশানের বাসা ঘিরে রেখেছে র‌্যাব।


বুধবার দুপুরের পর গুলশান ২ নম্বরে ৫৯ নম্বর সড়কে খালেদ মাহমুদের বাসা এবং ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা।


র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম বলেন, খালেদ ভুঁইয়াকে ধরতে তার বাড়ি ঘিরে অভিযান চালানো হচ্ছে। ইয়ংমেনস ক্লাবে জুয়া চলছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে।


ওই ক্লাব থেকে ১৪৫ জনকে আটক করা হয়েছে বলে র‌্যাব জানায়।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির প্রভাবশালী নেতা খালেদকে ধরতে অভিযানে নামে র‌্যাব।


ফকিরাপুলের অভিযানের এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাবের একটি কালো গাড়ি ক্লাব থেকে বেরিয়ে যায়। তার মধ্যে খালেদ মাহমুদ ভুঁইয়া আছেন কি না সে বিষয়ে র‌্যাব কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com