
ঈদের তৃতীয় দিনবুধবার (১৯ জুন) সকাল থেকে ঝরনাগুলোতে মানুষের ঢল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, বাস, মাইক্রো, প্রাইভেটকার, লেগুনা। গাড়ি ভাড়া করে আবার অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়েও এসেছেন। আবার দল বেঁধে বিভিন্ন বাসযোগে লোকাল যাত্রী হিসেবে এসেছেন অনেক পর্যটক। সবার গন্তব্য ঝরনায়।
জানা গেছে, বর্ষা মৌসুমে ঝরনার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এ সৌন্দর্য উপভোগ করতে ঈদের ছুটিতে পর্যটকদের প্রধান আকর্ষণ এসব পাহাড়ি ঝরনা।
সারি সারি দূরপাল্লার বাস দাঁড়িয়ে অপেক্ষা করছে ঝরনায় যাওয়া পর্যটকদের জন্য। ঝরনার প্রবেশ মুখগুলো কানায় কানায় পূর্ণ। তুলনামূলক বেশি পর্যটক চোখে পড়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়া ও রূপসী ঝরনায়।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, বৃষ্টিতে ঝরনায় পর্যাপ্ত পানি থাকায় পর্যটক বাড়ে। তার মধ্যে ঈদের ছুটি থাকায় এবার আরেও বেড়েছে। পর্যটকদের সতর্কতার সঙ্গে আসা-যাওয়ার করতে বলা হয়েছে। গাইড ছাড়া কেউ যেন ঝরনায় যেতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া আছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]