মনোমুগ্ধকর 'দ্যা ওয়েভ'
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ১২:৪২
মনোমুগ্ধকর 'দ্যা ওয়েভ'
পর্যটন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়েভ হলো একটি বেলেপাথরের শিলা গঠন যা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে অবস্থিত। এটি কলোরাডো মালভূমির প্যারিয়া ক্যানিয়ন-ভারমিলিয়ন ক্লিফস ওয়াইল্ডারনেসের কোয়োট বাটসের ঢালে অবস্থিত।


বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলো দেখতে মনোমুগ্ধকর। গ্র্যান্ড ক্যানিয়ন, নায়াগ্রা জলপ্রপাত এবং গ্রেট ব্যারিয়ার রিফ- এসব জায়গা ছাড়াও বিশ্বে আরও অনেক জায়গা রয়েছে যা দেখতে বিস্ময়কর। পৃথিবীতে এমনও অনেক বিস্ময়কর জায়গা আছে যা দেখতে অনেক সুন্দর এবং যা বিশ্বের মানচিত্রে দেখা যায় না।


মানচিত্রে না দেখতে পাওয়ার কারণে অনেক মানুষ এই জায়গাগুলো সম্পর্কে জানেই না। চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর এমন একটি প্রাকৃতিক বিস্ময় সম্পর্কে:


এলাকাটি কানাব, উটাহ-এ গ্র্যান্ড স্টেয়ারকেস-এসকাল্যান্টে ন্যাশনাল মনুমেন্ট ভিজিটর সেন্টারে ব্যুরো অফ ল্যান্ড ম্যানেজমেন্ট (বিএলএম) দ্বারা পরিচালিত হয়।


জায়গাটি হাইকার এবং ফটোগ্রাফারদের কাছে জনপ্রিয়। এর সুন্দর, রঙিন এবং মনোমুগদ্ধকর দৃশ্যের জন্য জায়গাটি সবার আকর্ষণের কারণ। এর পাহাড়ের চূড়ায় পৌঁছানো বেশ কঠিন।


বিপুল সংখ্যক লোক এই জায়গাটি দেখার জন্য বেশ আগ্রিহী। এখানে দৈনিক লটারি সিস্টেম করে ১৬ জন লোক নির্বাচন করা হয়, শুধু তারাই এই জায়গাটি ভ্রমণ করতে পারবে।


'দ্য ওয়েভ' দেখার জন্য বছরের শ্রেষ্ঠ সময় হলো বসন্ত বা শরতের সময়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com