শিরোনাম
ভারতে প্রতি পাঁচজন পর্যটকের মধ্যে একজন বাংলাদেশী
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৯, ১৭:৫৪
ভারতে প্রতি পাঁচজন পর্যটকের মধ্যে একজন বাংলাদেশী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে ঘুরতে যাওয়া প্রতি পাঁচজন পর্যটকের মধ্যে একজন বাংলাদেশী বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।


বৃহস্পতিবার ওয়াইএসআরসিপি সংসদ সদস্য বঙ্গা গীতা বিশ্বনাথের এক প্রশ্নের জবাবে দেশটির রাজ্য পর্যটনমন্ত্রী প্রহল্লাদ সিংহ প্যাটেল ২০১৬ -২০১৮ সালে ভারতে ঘুরতে বিদেশি পর্যটকের তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।


ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ভারতে বাংলাদেশী পর্যটকের সংখ্যা ছিল ১৩ লাখ ৮০ হাজার ৪০৯ জন, ২০১৭ সালে বেড়ে ২১ লাখ ৫৬ হাজার ৫৫৭ জন এবং ২০১৮ সালে ২২ লাখ ৫৬ হাজার ৬৭৫ জন।


এছাড়া ২০১৮ সালে ভারতে যেসব বিদেশি পর্যটকরা এসেছেন তাদের মধ্যে বাংলাদেশের পরে মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের অবস্থান।


এরপরে শ্রীলংকা ও কানাডা। তবে ২০১৬ সাল থেকে ভারতে পাকিস্তানি পর্যটকের সংখ্যা ক্রমাগত কমেছে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com