শিরোনাম
#মিটু মুভমেন্ট বাংলাদেশ, সংহতি মানববন্ধন শুক্রবার
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৫:৪৯
#মিটু মুভমেন্ট বাংলাদেশ, সংহতি মানববন্ধন শুক্রবার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে চলমান #মিটু মুভমেন্ট ঝড় আছড়ে পড়েছে বাংলাদেশেও। এরই মধ্যে হাজার বছরের ট্যাবু ভেঙে মুখ খুলতে শুরু করেছেন বাংলাদেশের সাহসী নারীরা।


নীরবে নিভৃতে ঘটে যাওয়া সামাজিক এই ব্যাধিকে রুখতে মেয়েদের এই সাহসী উচ্চারণ #মিটু মুভমেন্ট-বাংলাদেশের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নাসিমুন আরা হক, শাহনাজ মুন্নি, ফারজানা রুপা, দিনার সুলতানা, শারমীন রিনভী, নাজনীন মুন্নি, জাহানারা বেগম, জান্নাতুল ফেরদৌস মানু, জান্নাতুল বাকেয়া কেকা, উদিসা ইসলাম, নাদিরা কিরণ, রোজিনা ইসলাম, রোকসানা ইয়াসমিন তিথি, আঙ্গুর নাহার মন্টি, শামীমা দোলা, শাহানা শিউলী, নাজনীন আক্তার তন্বী, ফারহানা মিলি, আইরিন নিয়াজী মান্না, দিনার সুলতানা, শরীফা বুলবুল, শহনাজ শারমিন, মারিয়া সালাম, নাসিমা সোমা, মনিমা সুলতানা, আবিদা সুলতানা কলি, অন্জু হোসেন, রীতা নাহার, ইহিতা জলিল, আখি ইসলাম, রীতা ভৌমিক, সুমনা ঘোষ, সাজু রহমান উম্মুল ওয়ারা সুইটি, সেবিকা দেবনাথ, সাজিদা ইসলাম পারুল, জুম্মাতুল বিদা, বাণী ইয়াসমিন হাসি, মাহমুদা আক্তার এবং সাজেদা হকসহ গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশাজীবীরা সংহতি প্রকাশ করেছেন।


এ উপলক্ষে শুক্রবার ১৬ নভেম্বর দুপুর ২.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে সলিডারিটি উইথ #মিটু সংহতি মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সমাজ সচেতন নাগরিকদেরকে এ কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com