শিরোনাম
মইনুলের মন্তব্যে বোয়াফের নিন্দা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১৭:০০
মইনুলের মন্তব্যে বোয়াফের নিন্দা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একাত্তর জার্নালে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে ‘আপত্তিকর’ ও ‘ব্যক্তিগত আক্রমণাত্মক’ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ওই ঘটনার ব্যারিস্টার মইনুল হোসেনকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।


বুধবার সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।


সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, ওয়ান-ইলেভেনের অন্যতম কুশীলব ব্যারিস্টার মইনুল হোসেন রাজনীতির নামে স্বাধীনতাবিরোধীদের আবারো রাতের অন্ধকারে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে ষড়যন্ত্র করছেন। তাই সত্যের মুখোমুখির প্রশ্নের উত্তরে একজন টিভি টকশোর সম্মানিত আলোচক মাসুদা ভাট্টিসহ গোটা সাংবাদিক সমাজের বিরুদ্ধে ‘আপত্তিকর’ ও ‘ব্যক্তিগত আক্রমণ’ করে মন্তব্য করার ঔদ্ধত্য দেখিয়েছেন। যা ‘শিষ্টাচার বহির্ভূত’। আমরা তার এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি এবং সেই সাথে তার মন্তব্য প্রত্যাহার করে মাসুদা ভাট্টিসহ সাংবাদিক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানাচ্ছি।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com