শিরোনাম
প্রবীণ মঞ্চ বাংলাদেশ-এর প্রথম সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১০
প্রবীণ মঞ্চ বাংলাদেশ-এর প্রথম সভা অনুষ্ঠিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রবীণদের জন্য সার্বজনীন অ-প্রদায়ক পেনশন তহবিল গঠন, স্বাস্থ্যসেবা, যানবাহন, আবাসন ও ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে প্রবীণবান্ধব সেবার ব্যবস্থা করা, প্রবীণদের ডিমেনসিয়া রোগ বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা সৃষ্টি এবং ডিমেনসিয়া রোগীদের উপযুক্ত সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ ইত্যাদি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে অ্যাডভোকেসি করার সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত সংগঠন প্রবীণ মঞ্চ, বাংলাদেশ।


রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে সংগঠনের সাধারণ পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


সংগঠনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র অনুমোদিত হয়।


উল্লেখ্য, বাংলাদেশের প্রবীণদের মর্যাদাপূর্ণ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ সামাজিক জীবন নিশ্চিত করতে সরকারের প্রবীণ নীতিমালা বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ করার উদ্দেশ্যে প্রবীণদের নিয়ে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সমন্বয়ে গত ১৪ মে পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের উদ্যোগে প্রবীণ মঞ্চ, বাংলাদেশ গঠন করা হয়।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com