শিরোনাম
প্রবীণ আইনজীবী বাসেত মজুমদার হাসপাতালে
প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ২০:১৪
প্রবীণ আইনজীবী বাসেত মজুমদার হাসপাতালে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


অসুস্থতা বাড়ায় তাকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন তার ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।


তিনি জানান, সর্বশেষ তার মেরুদণ্ডে বেশ সমস্যা হচ্ছে। তিনি উঠতে-বসতে, চলাফেরা করতে পারছেন না। এ অবস্থায় বৃহস্পতিবার তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তিনি দেশের মানুষের কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।


আব্দুল বাসেত মজুমদারের জন্ম ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসামে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ১৯৬৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরই মধ্যে তিনি তার আইনজীবী পেশায় ৫৪ বছর অতিক্রম করেছেন।


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com