শিরোনাম
বন্যা, গুজব ও ডেঙ্গু বিষয়ে সার্বক্ষণিক মিডিয়া সেল
প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ০৮:৪৬
বন্যা, গুজব ও ডেঙ্গু বিষয়ে সার্বক্ষণিক মিডিয়া সেল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের বন্যা পরিস্থিতি ও গুজব এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসা বিষয়ে করণীয় সম্পর্কে একটি মিডিয়া সেল চালু করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে তথ্য অধিদপ্তরে স্থাপিত এই মিডিয়া সেল সার্বক্ষণিক চালু রয়েছে। খবর বাসসের।


বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও আশ্রয় কার্যক্রম নিয়ে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গণমাধ্যমে জরুরি ভিত্তিতে সংবাদ সরবরাহের সুবিধার্থে এই মিডিয়া সেল চালু করা হয়েছে।


এছাড়া বিভিন্ন গুজব থেকে সতর্ক থাকার জন্য জনসাধারণকে সচেতন করা এবং ডেঙ্গু জ্বরের চিকিৎসা বিষয়ে করণীয় সম্পর্কে তথ্য উপাত্ত সব মিডিয়াতে প্রচার করা হচ্ছে।


এসব বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য নিম্নলিখিত টেলিফোন নম্বর ও ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।


তথ্য অধিদপ্তর: টেলিফোন নম্বর- ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ৯৫৪০০১৯; ফ্যাক্স নম্বর-৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩; ইমেইল: [email protected] এবং ওয়েবসাইট: www.pressinform.gov.bd।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com