শিরোনাম
ধর্ষণের বিচারে নতুন আইন প্রণয়নের দাবি শিরীন আখতারের
প্রকাশ : ০৮ জুলাই ২০১৯, ২২:৫৫
ধর্ষণের বিচারে নতুন আইন প্রণয়নের দাবি শিরীন আখতারের
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার ধর্ষণের বিচারে নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।


সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশে তিনি এই দাবি জানান।


সাম্প্রতিক সময়ের নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা তুলে ধরে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে শিরীন আখতার বলেন, ছয় মাসে ৬৯৬টি শিশু ধর্ষণের শিকার হয়েছে।


তিনি বলেন, আজকে এ রকম একটি অবস্থায় আমাদের সমাজ কোথায় আছে, আমরা কোথায় আছি? আমরা আজকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে সুশাসনের কথা বলছি। আমরা যখন এ দিকে এগিয়ে যাচ্ছি, তখন সমাজে কেন এত অধঃপতন? আমাদের অবশ্যই তা বের করতে হবে।


শিরীন আখতার বলেন, অবশ্যই একটি আইন নতুন করে প্রণয়ন করা দরকার, যাতে অত্যন্ত দৃষ্টান্তমূলকভাবে এসব নরপিচাশদের বিচার করা যায় এবং বিচারের নামে দীর্ঘসূত্রতা করা যাবে না।


প্রত্যেকে মনে করবে, এ ধরণের ঘটনা ঘটানো যায় না। সেই সঙ্গে পাড়া-মহাল্লায় সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com