শিরোনাম
ঝুঁকিপূর্ণ সেতু দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১৪:১৩
ঝুঁকিপূর্ণ সেতু দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঝুঁকিপূর্ণ, নড়বড়ে ওপুরনো সেতুগুলো দ্রুত মেরামতে রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


একনেক সভা শেষে সাংবাদিকদের কাছে সেই বার্তা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


মৌলভীবাজারে রবিবার রাতে সেতু ভেঙে ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত ও শতাধিক আহত হয়ে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনেকে বলা বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, এই সুবাদে প্রধানমন্ত্রী বলেছেন, উভয়কেই রেল ও সড়ককে, সার্ভে করেন সকল সেতু। ইমিডিয়েটলি নেমে পড়েন।


প্রধানমন্ত্রী বলেছেন, যেগুলো নড়বড়ে ও পুরনো সেগুলো তাড়াতাড়ি রিপেয়ারের (মেরামতের) ব্যবস্থা করেন। আসন্ন বর্ষার আগেই যেগুলো মেরামত করার, করেন। কারণ বর্ষা আরম্ভ হলে বৃষ্টি পড়বে এবং ভেঙে পড়ার প্রবণতা বাড়বে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।


এদিকে একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় হবে ৬ হাজার ৯৬৭ কোটি ২৩ লাখ টাকা।


পরিকল্পনামন্ত্রী বলেন, এই ১০টি (নতুন ও সংশোধিত) প্রকল্পে সরকারি অর্থায়ন হবে ৬ হাজার ৬৮৬ কোটি ১৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৪১ কোটি ৫২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৩৯ কোটি ৫৮ লাখ টাকা।


ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com