শিরোনাম
চাঁদ দেখতে ‘আধুনিক যন্ত্র’ কিনবে ধর্ম মন্ত্রণালয়
প্রকাশ : ১০ জুন ২০১৯, ২২:১৯
চাঁদ দেখতে ‘আধুনিক যন্ত্র’ কিনবে ধর্ম মন্ত্রণালয়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এবার রোজার ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রাটের পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় ‘আধুনিক যন্ত্র’ কেনার সিদ্ধান্ত নিয়েছে।


রোজার ঈদের পর সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।


জাতীয় চাঁদ দেখা কমিটি গত ৪ জুন সন্ধ্যায় ঘোষণা দিয়েছিল যে ওই দিন দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে ঈদ হবে ৬ জুন। রাত ১১টার দিকে চাঁদ দেখার ঘোষণা দিয়ে বলা হয়, পরদিনই ঈদ হবে।


এ নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে সংসদীয় কমিটির বৈঠকেও বিষয়টি আলোচনায় ওঠে।


কমিটির সভাপতি রুহুল আমীন মাদানী সাংবাদিকদের বলেন, চাঁদ দেখা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো বিতর্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছে সংসদীয় কমিটি। মন্ত্রণালয় বলেছে তারা চাঁদ দেখার জন্য আধুনিক যন্ত্র কিনবে।


‘আধুনিক যন্ত্র’ কী হবে- সে বিষয়ে তিনি বলেন, চাঁদ দেখার জন্য টেলিস্কোপ থাকলেও তা আধুনিক নয়। এ লক্ষ্যে আধুনিক যন্ত্র কেনার পরিকল্পনা করেছে।


বৈঠকে অংশ নেয়া এক কর্মকর্তা জানান, কমিটির একাধিক সদস্য প্রশ্ন তোলেন, এবারের ঈদের চাঁদ দেখা নিয়ে কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর অনুপস্থিতিতে সচিব আনিছুর রহমান ওই সময়কার পরিস্থিতি ব্যাখ্যা করেন।


নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, চাঁদ দেখার জন্য আধুনিক যন্ত্র কেনার আলোচনা উঠলে ধর্মসচিব বৈঠকে জানান, চাঁদ দেখার জন্য থিওডোলাইট জাতীয় যন্ত্র কেনা হবে।


রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, তাহমিনা বেগম ও রত্না আহমেদ অংশ নেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com