শিরোনাম
শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ আসবে মঙ্গলবার
প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১৫:৪৬
শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ আসবে মঙ্গলবার
জায়ান চৌধুরী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কার কলম্বোয় ভয়াবহ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর (৮) মরদেহ মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশে আনা হবে। তবে হামলায় আহত তার বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সকে কবে দেশে আনা হবে তা জানা যায়নি।


সোমবার ঢাকার বনানীতে জায়ানের নানা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের (এমপি) বাসায় গিয়ে তাকে সান্ত্বনা দেয়া শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাবেক মন্ত্রী ও শোকাহত পরিবারের স্বজন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।


মশিউল হক চৌধুরী প্রিন্স তার স্ত্রী শেখ সোনিয়া ও জায়ানসহ দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন। কিন্তু রবিবারের বোমা হামলায় প্রাণ হারায় জায়ান। আহত হন প্রিন্সও।


ঘটনা জানার পর থেকেই শেখ সেলিমকে সমবেদনা জানাতে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা তার বাসায় আসছেন। সোমবার সকালে বাসায় কুরআন খতমও হয়েছে।


আওয়ামী লীগের এ শোকাহত নেতাকে সমবেদনা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মাদ ফারুক খান, সাবেক মন্ত্রী শাজাহান খান, আসাদুজ্জামান নূর প্রমুখ।



সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী খান কামাল বলেন, শ্রীলঙ্কায় হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সতর্ক আছে। তবে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। হলি আর্টিজান হামলার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী সব সময়ই সতর্ক আছে। আমরা জঙ্গিবাদকে যেভাবে কঠোর হাতে দমন করেছি, তাতে মানুষও সতর্ক হয়েছে।


উল্লেখ্য, তিনটি গির্জা, চারটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ এ বোমা হামলায় সোমবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত ২৯০ জন নিহত হওয়ার খবর মিলেছে। আহত আছেন সাড়ে ৪শর বেশি মানুষ। নিহতদের মধ্যে বিদেশি রয়েছেন ৩৫ জনের বেশি।


বিবার্তা/শান্ত/জহির


>> শ্রীলঙ্কায় বোমা হামলায় শেখ সেলিমের নাতি নিহত


>> শ্রীলঙ্কায় শেখ সেলিমের মেয়ের জামাই আহত, নাতি নিখোঁজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com