শিরোনাম
শ্রীলঙ্কায় বোমা হামলা: বাংলোদেশি হতাহতের খবর পাওয়া যায়নি
প্রকাশ : ২১ এপ্রিল ২০১৯, ১৩:৩৪
শ্রীলঙ্কায় বোমা হামলা: বাংলোদেশি হতাহতের খবর পাওয়া যায়নি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কায় সিরিজ বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো বাংলোদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পরপরই হেল্প লাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস।


শ্রীলঙ্কায় বাংলাদেশের মিশন সেখানে থাকা বাংলাদেশি পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশির হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, শ্রীলঙ্কায় বসবাসরত বাংলাদেশিদের বাসায় বা নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। এ ঘটনায় হতাহতদের মধ্যে দু'জন বিদেশি নাগরিক আছেন। তবে কোনো বাংলাদেশি আছেন কিনা সে ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাইনি।


তিনি আরো বলেন, এ ঘটনার পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের কারো কোনো সহযোগিতার প্রয়োজন হলে বা কারো ক্ষয়ক্ষতি হয়ে থাকলে আমাদের হাইকমিশনের কর্মকর্তা মোসা. মাহমুদা (+94712406313) এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।


শ্রীলঙ্কায় রবিবার ইস্টার সানডের অনুষ্ঠান পালনের সময় তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত হামলায় অন্তত পর্যটকসহ ১৩৮ জন নিহত এবং সাড়ে ৪০০ বেশি মানুষ আহত হয়েছেন।


খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডের দিনে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com