শিরোনাম
‘অসাম্প্রদায়িক বাংলা গড়াতে হবে’
প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৯, ১৬:১৪
‘অসাম্প্রদায়িক বাংলা গড়াতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অতীতের সব গ্লানি মুছে ফেলে অর্জনগুলোকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে নতুন প্রত্যয়ে। নতুন বছরে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলায় পরিণত করার প্রত্যয় গ্রহণ করতে হবে।


রবিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী


বঙ্গাব্দ ১৪২৬ কে স্বাগত জানাতে বার্জার পেইন্ট বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এশিয়াটিক ইএক্সপি আয়োজিত ‘বার্জার রঙে রঙিন বৈশাখ’ শীর্ষক উৎসব উদ্বোধনের সময় প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আসাদুজ্জামান নূর এমপি, বার্জার পেইন্টস'র ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী, এশিয়াটিক এক্সপির ইরেশ যাকের, বার্জারের সেলস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা মহসীন হাবীব চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।


আয়োজনের সমন্বয়ক শিল্পী মনিরুজ্জামানের নেতৃত্বে প্রায় চারশ শিল্পী আলপনা আঁকায় অংশ নেন। যাতে লাল রঙের ছোঁয়া দিয়ে উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলপনা অঙ্কনের পাশাপাশি মঞ্চে ছিল গান ও নৃত্য আয়োজন। এছাড়া ছিল আলোকচিত্র প্রতিযোগিতা।


সেখানে উপস্থিত সবাইকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি আরো বলেন, আলপনা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। আলপনার মাধ্যমে আমরা প্রাণের রঙ আঁকি।


এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে সবার প্রতি সহযোগিতারও আহ্বান জানান।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com