শিরোনাম
পুলিশ সদস্যদেরও ডোপ টেস্ট করার নির্দেশ: আইজিপি
প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ১৭:৪৮
পুলিশ সদস্যদেরও ডোপ টেস্ট করার নির্দেশ: আইজিপি
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মাদকাসক্তে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার নির্দেশ দেয়া হয়েছে।


মঙ্গলবার সকালে রাজশাহী পুলিশ লাইনের ভবনের ভিত্তিপ্রস্তর ও নতুন ভবন উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।


ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশের সকল ইউনিটকে ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে, যে কোনো সময় কোনো পুলিশ সদস্যের আচরণে বা তথ্যের ভিত্তিতে যাকে মাদকাসক্তে সন্দেহভাজন মনে হবে সাথে সাথে তার ডোপ টেস্ট করানো হবে।


তিনি বলেন, আমরাই প্রথম ডোপ টেস্ট করে চাকরিতে যোগদান করাচ্ছি। এখন অন্যান্য সংস্থাও শুরু করেছে।


উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ আলম, পুলিশ কমিশনার এসএম হাফিজ আক্তার, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহসহ পুলিশের কর্মকর্তারা।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com