শিরোনাম
চতুর্থ পর্যায়ে ১২২ উপজেলায় ভোটগ্রহণ ৩১ মার্চ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৬
চতুর্থ পর্যায়ে ১২২ উপজেলায় ভোটগ্রহণ ৩১ মার্চ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ পর্যায়ে আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দেশের ১২২টি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে বুধবার দুপুরে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।


তিনি বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করেছে। আগামী ৩১ মার্চ বুধবার পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে। চতুর্থ ধাপে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামের ১৬ জেলার ১২২ উপজেলায় ভোটগ্রহণ হবে।


তিনি আরো বলেন, সদর উপজেলাগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।


এ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ, বাছাই ৬ মার্চ, প্রত্যাহার ১৩ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ৩১ মার্চ।


এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম পর্যায়ে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় পর্যায়ে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ও ১২৭ উপজেলায় ২৪ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com