শিরোনাম
প্রথম নারী শিক্ষামন্ত্রী হয়ে দীপু মনির রেকর্ড
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ২২:৩২
প্রথম নারী শিক্ষামন্ত্রী হয়ে দীপু মনির রেকর্ড
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের এই বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছরেও কোনো নারী শিক্ষামন্ত্রীর দেখা পাওয়া যায়নি। এবার সেই রেকর্ড ভেঙে প্রথম নারী শিক্ষামন্ত্রী হচ্ছেন ডা. দীপু মনি। বাংলাদেশে একটি নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে।


আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও দলটির মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য ডা. দীপু মনি। সদা হাস্যোজ্জ্বল এই নারী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন।


এর আগে নবম সংসদেও তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেবার তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শুরু হয়েছে সরকার গঠন প্রক্রিয়া। মন্ত্রিসভা গঠনে রবিবার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের মন্ত্রিপরিষদ থেকে শপথের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। সোমবার তারা শপথবাক্য পাঠ করবেন তারা।


এবারের মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ জন। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৩ জন। রবিবার বিকেলে মন্ত্রিসভার সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com