শিরোনাম
উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ১২:২৮
উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে উত্তরা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছে।


এর ফলে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ উত্তরার পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল ৯টার দিকে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।


তবে বর্তমানে উত্তরার আব্দুল্লাহপুর সড়কের একপাশে সীমিতভাবে যান চলাচল করছে।


বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, উত্তরা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজ সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়েছেন তারা। আমরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি।


এদিকে তাদের এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না। ফলে দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষদের।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com