শিরোনাম
নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ অপসারণ হয়েছে: খোকন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৯, ১৪:১১
নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ অপসারণ হয়েছে: খোকন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ব্যানার পোস্টার ও ফেস্টুনসহ রাজধানীর নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ শতাংশ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে।


তিনি বলেন, ফুটপাত দখল করে নির্মিত অস্থায়ী নির্বাচনী ক্যাম্পগুলো আজ শনিবার থেকে অপসারণের কাজ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলো অপসারণ করা হবে।


রাজধানীর সেগুনবাগিচায় শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অপসারণ কাজের উদ্বোধনের সময় মেয়র তিনি একথা বলেন।


মেয়র বলেন, নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণে এর আগে আমরা সংসদ সদস্যদের আহবান জানিয়েছিলাম। তারাও চেষ্টা করেছেন। এরপরেও যদি কোথাও নির্বাচনী প্রচার সামগ্রী দেখতে পান তাহলে আমাদের কর্মকর্তা কিংবা সরাসরি আমাকে অবহিত করবেন। সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।


আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর সব অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অফিস অপসারণ করে সুন্দর শহর উপহার দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও দক্ষিণ সিটির কর্মকর্তারা এ সময় মেয়রের সঙ্গে ছিলেন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com