শিরোনাম
তিন সিটির ভোট শেষ, চলছে গণনা
প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ১৬:৪১
তিন সিটির ভোট শেষ, চলছে গণনা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের ভোট। তিন সিটির ৩৯৫ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা।


নির্বাচন কমিশনের সচিব হেলালউদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে।


তিনি জানান, অনিয়ম ও গোলযোগের কারণে বরিশালে একটি এবং সিলেটে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। তবে মাঠ পর্যায়ের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।


এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সচিব বলেন, ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি অসুন্তুষ্টির কিছু নেই। যে রকম আশঙ্কার কথা বলা হচ্ছিল, সেরকম কিছু ঘটেনি। বরিশালে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে কাউন্সিলরদের মধ্যে। সিলেটেও সামান্য সমস্যা হয়েছে। রাজশাহীতে ভালো ভোট হয়েছে বলে তিনি জানান।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com