শিরোনাম
অবস্থার অবনতি: লাইফ সাপোর্টে রাজীব
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৮, ০৯:৪৭
অবস্থার অবনতি: লাইফ সাপোর্টে রাজীব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুই বাসের চাপায় হাত হারানো রাজীব হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন জানান, মাথায় আঘাতের কারণে নিউরোলজিক্যাল অবস্থার অবনতি হওয়ায় ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


চিকিৎসাধীন রাজীবকে দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজীব হোসেনের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে এবং সুস্থ হয়ে উঠলে তাঁকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।


উল্লেখ্য, গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের (২২) হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে ৪ এপ্রিল বিকালে উন্নত চিকিৎসার জন্য রাজীবকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com