ঐক্যের মধ্যদিয়ে হবে নতুন বাংলাদেশ: আলী রীয়াজ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১২:২৩
ঐক্যের মধ্যদিয়ে হবে নতুন বাংলাদেশ: আলী রীয়াজ
বিবার্তা প্রতিবেক
প্রিন্ট অ-অ+

সব রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।


সোমবার (২৮ এপ্রিল) সংস্কার প্রস্তাব নিয়ে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠকে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, মানুষের ঐক্যের মধ্যদিয়েই বাংলাদেশকে নতুন বাংলাদেশে নিয়ে যেতে হবে। প্রচেষ্টা রাখতে হবে রাজপথে ও চর্চায়। ক্ষমতার বিন্যাসের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা ও বাংলাদেশ জাগ্রত হতে পারে সেভাবে জাতীয় সনদ তৈরি করতে হবে।


তিনি আরও বলেন, শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন, মতামত ও সুপারিশই যথেষ্ট নয়। সব রাজনৈতিক ও গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। কাজে কি লিখছি তা নয়, চর্চার মধ্য দিয়ে, অঙ্গীকারের মধ্য দিয়ে, প্রতিশ্রুতির মধ্য দিয়ে আমাদের এ কাজে অগ্রসর হতে হবে। আমরা সেই প্রচেষ্টায় আছি।


ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ তরুণদের নেতৃত্বে প্রাণ দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছে, সবাই মিলে সে সম্ভাবনাকে বাস্তবায়নের পথে অগ্রসর হতে হবে। সেই পথ ও প্রচেষ্টায় সবাই একত্রিত আছি, থাকব। একত্রিত থাকার তাগিদ জারি রাখব।


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিগত শাসনামলে বাংলাদেশের মানুষ নির্যাতিত-নিষ্পেষিত হয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন তাদের শাসনামলে এমন দুঃশাসন কায়েম করতে না পারে তা আমরা চাই।


দেশ-জাতির বৃহত্তর স্বার্থে এ সংস্কার বাস্তবায়ন করতে হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, যে কোনোমূল্যে সর্বমতের ভিত্তিতে যেসব সংস্কার নির্ধারিত হবে, তা এ অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com