আওতার মধ্যে থাকা সংস্কার ইসি নিজেই করে ফেলবে: সিইসি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৩
আওতার মধ্যে থাকা সংস্কার ইসি নিজেই করে ফেলবে: সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আশু প্রয়োজনীয় এবং আমাদের ক্ষমতার মধ্যে আছে—এমন নির্বাচনী সংস্কার আমরা (ইসি) নিজেরাই ইলেকশনের আগে করে ফেলবো। যেসব সংস্কারের সঙ্গে রাজনৈতিক বিষয় আছে সেগুলো ঐকমত্য কমিশন করবে।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন।


সিইসি বলেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার আমাদের কাছে জানতে চেয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা কী প্রস্তুতি নিয়েছি। আমরা আমাদের প্রস্তুতির কথা বিস্তারিতভাবে জানিয়েছি। সংস্কারের বিষয়ে জানতে চেয়েছেন, মেজর কী কী বিষয়ে আমরা সংস্কার করতে যাচ্ছি। আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে ওনাদের জানাতে বলছেন।


এ প্রসঙ্গে তিনি বলেন, (অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে) আমি বলেছি, ইউএনডিপি আমাদের সহায়তা করছে, আপনারা এটি দেখেন। দেখার পর যদি আপনারা কোনো এরিয়ায় ইনভলব হতে চান হতে পারেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এএমএম নাসির উদ্দিন বলেন, আমরা ভোটার রেজিস্ট্রেশনটাকে মেজর হিসেবে দেখেছি। এটা আমরা অলমোস্ট শেষ পর্যন্ত নিয়ে এসেছি। কেনাকাটার জন্য টেন্ডারের কাজ চলমান রয়েছে।


‘সীমানা নির্ধারণের বিষয়টি আইন সংশোধনের জন্য পাঠানো হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনের জন্য দুই মাসের সময় বাড়িয়েছি। আচরণবিধি সংশোধন করার চেষ্টা করছি। পর্যবেক্ষকদের নীতিমালা নিয়েও কাজ চলছে।’


নির্বাচনী সংস্কারের জন্য ইসি ঐক্যমত কমিশনের মতামতের অপেক্ষা করবে কি না- এমন প্রশ্নে সিইসি বলেন, যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে সেগুলো ইলেকশনের আগে আমরাই করে ফেলবো।


‘কিছু সংস্কারের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত, এগুলো নির্বাচন কমিশনের হাতে নেই। এ ধরনের যেসব সংস্কারের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত, সেগুলো জাতীয় ঐকমত্য কমিশন করবে’- বলেন তিনি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com