ট্রাম্প প্রশাসন আরোপিত শুল্ক পর্যালোচনায় সরকার
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১৭:৪৮
ট্রাম্প প্রশাসন আরোপিত শুল্ক পর্যালোচনায় সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ট্রাম্প প্রশাসন আরোপিত বাংলাদেশি পণ্যের ওপর নতুন আরোপিত ৩৭ শতাংশ রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক পর্যালোচনায় বৈঠকে বসেছে সরকার।


শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভার কয়েক ঘণ্টা পর আবারও বসেছে সরকার।


সরকারের পক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেছেন। রবিবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার পরে এই বৈঠক শুরু হয়।


খোঁজ নিয়ে জানা গেছে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই পর্যালোচনা বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহম, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এএইচ মনসুর, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ সচিব এবং কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতা উপস্থিত আছেন।


উল্লেখ্য, বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ৩৭ শতাংশ রিসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।


জানা গেছে, এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। নতুন করে আরও ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই শুল্কের কারণে বাংলাদেশের রফতানি পণ্যের বড় বাজারটিতে পণ্য রফতানি, বিশেষ করে তৈরি পোশাক রফতানিতে বড় ধাক্কার আশঙ্কা করছেন রফতানিকারকরা। বাংলাদেশের মোট পণ্য রফতানির ১৮ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com