ইসিকে ১০ লাখের বেশি রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২১:৫৬
ইসিকে ১০ লাখের বেশি রোহিঙ্গার তথ্য দেবে ইউএনএইচসিআর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচন কমিশনকে (ইসি) ১০ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর তথ্য দেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন। সরকারের সঙ্গে সমঝোতা স্বাক্ষরের ভিত্তিতে ইসিকে এ তথ্য দিবে সংস্থাটি।


বুধবার (১৯ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।


এনআইডি ডিজি বলেন, ইউএনএইচসিআর -এর কাছে যে তথ্য আছে সেটা আমরা এবং সরকারও চাচ্ছে। সরকারের সঙ্গে একটা চুক্তি হয়েছে। সে অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে ইউএনএইচসিআর। এই ডাটা আমরা কীভাবে পেতে পারি তা নিয়েই আলোচনা হয়েছে। এটা চূড়ান্ত হয়েছে ডাটাগুলো নির্বাচন কমিশনে থাকবে।


এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। রোহিঙ্গারা আমাদের সিস্টেমে প্রবেশ করার চেষ্টা করছে। যত দ্রুত এই ডাটা পাবো তত সুবিধা হবে। আমাদের সুবিধা বহুমাত্রিক। রোহিঙ্গাদের ঠেকাতে আর কোনো কষ্ট করতে হবে না। কেননা, আমরা ডাটা দেব ওই ডাটার সঙ্গে মিলে গেলেই বুঝবো রোহিঙ্গা। সুতরাং এটা আমাদের প্রথমেই কাজে লাগবে। তাদের সঙ্গে বৈঠকে পাসপোর্টের বিষয়টাও আলোচনা এসেছে। পাসপোর্টে আমাদের এনআইডিটি ইউজ করে। যদি এনআইডি আমরা ক্লিন করতে পারি তাহলে রোহিঙ্গা শনাক্তে কনফরটেবল হবে।


যারা সার্ভারে ঢুকে গেছে বলে অভিযোগ আছে তাদের কী শনাক্ত করা যাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেফিনেটলি। প্রথম হচ্ছে শনাক্ত করা, শনাক্ত করার সঙ্গে সঙ্গে আমরা এগুলো (এনআইডি) লক করে দেব। তারা আমাদের নাগরিক নয়। সুতরাং জানার সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। যেহেতু বারবার আলোচনা হচ্ছে এই সিস্টেমে রোহিঙ্গারা রয়েছে।


অনেক বাংলাদেশি ত্রাণের আশায় রোহিঙ্গা হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সিইসি, তাদের বিষয়ে কী হবে? এমন প্রশ্নে এনআইডি মহাপরিচালক বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। ১০ লাখের বেশি রোহিঙ্গা আছে বলে উনারা জানিয়েছেন। সার্ভার কার কাছে থাকবে এখনো ঠিক হয়নি। উনাদের টেকনিক্যাল লোক অনেক অভিজ্ঞ। আমরাও আমাদের ডাটা অনেক সিকিউরডভাবে সংরক্ষণ করতে পারছি। এগুলো পরবর্তীতে ঠিক হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com